Site icon Mohona TV

বান্দরবানের থানচি বেড়াতে গিয়ে ট্রাকে পিষ্ট হয়ে প্রাণ গেল এক পর্যটকের

বান্দরবানের থানচি বেড়াতে গিয়ে ট্রাকে পিষ্ট হয়ে প্রাণ গেল এক পর্যটকের

বান্দরবানের থানচি উপজেলায় বেড়াতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জয় রাজ দাশ (২২) নামে এক পর্যটক নিহত হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বান্দরবান থানচি সড়কের থানচি উপজেলার বিদ্যামনি পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জয় রাজ দাশ (২২) চট্টগ্রাম এর রাঙ্গুনিয়া মহাজন বটতল এলাকার অমল দাশের ছেলে ও চুইডিস পলিটেকনিক ইনস্টিটিউটের অটো মোবাইল শাখার ৩য় বর্ষের ছাত্র।

নিহত জয় রাজ দাশ এর বন্ধু মো.মনির জানান, চট্টগ্রাম থেকে কয়েকজন বন্ধু মোটর সাইকেল নিয়ে বান্দরবান সদর হয়ে থানচি যাওয়ার পথে বিদ্যামনি পাড়া এলাকায় পৌছাঁলে অপরদিক থেকে আসা একটি কাঠ বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লেগে জয় রাজ দাশ ঘটনাস্থলে গুরুত্বর আহত হয়ে মারা যায়। পরে আমরা বন্ধুরা পুলিশের সহায়তায় তার লাশ বান্দরবান সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসি।

বান্দরবান সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: মো.দিদারুল আলম জানান, ৪টার সময় মৃত অবস্থায় জয় রাজ দাশ নামে একজনকে বান্দরবান সদর হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়েছিল।

বান্দরবান সদর থানার উপ-পুলিশ পরিদর্শক কারিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে, ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরো জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করতে থানচি থানা পুলিশ কাজ করছে।

 

Exit mobile version