গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের কক্ষ থেকে গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসানউল্লাহ মাস্টার হলের ৪১৩ নম্বর কক্ষে একটি গাঁজাগাছ দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। খবর পেয়ে প্রভোস্ট আব্দুস সালাম ঘটনাস্থল থেকে গাছটি উদ্ধার করেন।
বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাফিম খান ওই কক্ষে থাকতেন। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য আহসানউল্লাহ মাস্টার হল থেকে তাকে স্থায়ী বহিষ্কার করা হয়।

ঋনের কিস্তি দিতে না পারায় আটকে রেখে গৃহবধুর আংটি ও বদনা নিলো এনজিও
ঐতিহাসিক মহাস্থানগড়ে শাহ সুলতান (রহঃ) এর মাজার জিয়ারত করলেন মীর স্নিগ্ধ
টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট