Site icon Mohona TV

‘ডাকবাক্স’ থেকে প্রতিমাসে পাঁচজনকে তাবলিগে পাঠাব- পলাশ

‘ডাকবাক্স’ থেকে প্রতিমাসে পাঁচজনকে তাবলিগে পাঠাব- পলাশ : ছবি সংগৃহীত

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ সময় কাটিয়েছেন তাবলিগ জামাতে। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন প্রতি মাসে পাঁচজনকে তাবলিগে পাঠাবেন। একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান পলাশ।

তিনি বলেন, ‘আমি নোয়াখালীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। পরিবারে তাবলিগের ঐতিহ্য আছে। সুযোগ পেলে আমিও নিজের মতো করে যাই। আমি এবার যেখানে ছিলাম সেই এলাকায় মানুষজন ভোরে নামাজের পরেও দেখি মসজিদের সামনে ভিড় করেছেন।

এই প্রাপ্তি আসলে একজন মানুষ হিসেবে শান্তির। এতে করে আমি আরও অনুপ্রেরণা পেয়েছি। এজন্য ঠিক করেছি আমার ডাকবাক্স ফাউন্ডেশনের শতাধিক ভলেন্টিয়ার থেকে প্রতিমাসে পাঁচজনকে তাবলিগে পাঠাব।’

পলাশ স্থির করেছিলেন সন্তানের পিতা হওয়ার পর তাবলীগে যাবেন। এমনটা উল্লেখ করে বলেন, ‘নিয়ত ছিল সন্তানের পিতা হওয়ার পর তাবলিগে যাব। আল্লাহ আমাকে কবুল করছেন, এজন্য যেতে পেরেছি। আমি শুকরিয়া জানাই।’

এর আগে পলাশের তাবলীগে সময় দেওয়ার খবর সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছিল। এক ছবিতে দেখা যায়, মসজিদের পাশে বসে পাঞ্জাবি-টুপি মাথায় সেলফি তুলছেন পলাশ। অন্য একটি ভিডিওতে দেখা যায়, পলাশ মসজিদের ভেতর ধর্মীয় গ্রন্থ পাঠ করছেন, সামনে মুসল্লিরা বসে শুনছেন।

Exit mobile version