মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত ৭

মোহনা অনলাইন

মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলে রোববার (০১ আক্টোবর) একটি গির্জার ছাদ ধসে পড়ায় কমপক্ষে সাত জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

তামাউলিপাস রাজ্য সরকারের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, সিউদাদ মাদেরো শহরে এ দুর্ঘটনায় সাত জনের মৃত্যুর খবর নিশ্চিত এবং সেখান থেকে আহত ১০ জনকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছে। তাদের উদ্ধারে কাজ করছে প্রশাসন।

Exit mobile version