ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামে এ ঘটনা ঘটে। তাকে এলাকা বাসী উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম ফারুক হোসেন (৪৮)। তিনি ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
এ ঘটনায় ঘাতক বড় ভাইকে আটক করেছে পুলিশ।

টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
কিশোরগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদের হানিফের মোটরসাইকেল শোভাযাত্রা
চালু হলো ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস