Site icon Mohona TV

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩৪ জেলে আটক

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩৪ জেলে আটক করেছে কোষ্টগার্ড। ছবি: মোহনা সংবাদ

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় ৩৪ জেলেকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) রাত থেকে রবিবার (১৫ অক্টোবর) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ভোলা সদর, দৌলতখান ও চরফ্যাশন উপজেলার মেঘনা-তেঁতুলিয়া নদী থেকে এ ৩৪ জেলেকে আটক করে কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

এসময় তাদের কাছ থেকে ৫৪ হাজার ৭’শ মিটার কারেন্ট জাল ও ১৯২ কেজি ইলিশ জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ভ্রম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

অপরদিকে আজ সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারশন অফিসার লেঃ মেহেদী হাসানের নেতৃত্বে একটি বিশেষ টিম ভোলার ইলিশা ও তুলাতুলি এলাকায় অভিযান চালিয়েছে। এসময় ওই এলাকায় মেঘনা নদী ছিল জেলে শূন্য।
Exit mobile version