নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩৪ জেলে আটক

জসিম রানা

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় ৩৪ জেলেকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) রাত থেকে রবিবার (১৫ অক্টোবর) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ভোলা সদর, দৌলতখান ও চরফ্যাশন উপজেলার মেঘনা-তেঁতুলিয়া নদী থেকে এ ৩৪ জেলেকে আটক করে কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

এসময় তাদের কাছ থেকে ৫৪ হাজার ৭’শ মিটার কারেন্ট জাল ও ১৯২ কেজি ইলিশ জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ভ্রম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

অপরদিকে আজ সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারশন অফিসার লেঃ মেহেদী হাসানের নেতৃত্বে একটি বিশেষ টিম ভোলার ইলিশা ও তুলাতুলি এলাকায় অভিযান চালিয়েছে। এসময় ওই এলাকায় মেঘনা নদী ছিল জেলে শূন্য।
Exit mobile version