Site icon Mohona TV

চাঁদপুরে ইলিশ ধরার অপরাধে ১২১ জেলে আটক

চাঁদপুরে পদ্মা ও মেঘনায় মা ইলিশ ধরার অপরাধে ১২১ জেলে আটক করেছে পুলিশ। ছবি: মোহনা সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে চাঁদপুর জেলা নৌ পুলিশ ১২১ জেলেকে আটক করেছে।
আটকের পর ৪২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে মাছ ধরার ১৫ টি জেলে নৌকা জব্দ ও ১৩টি অকার্যকর করা হয়। জব্দকৃত নৌকা সদর নৌ থানার হেফাজতে রয়েছে। গত ২৪ ঘন্টায় চাঁদপুর জেলা নৌ পুলিশ ও ফাড়ি পুলিশ অভিযান পরিচালনা করে এদেরকে আটক করে।
আটকের বিষয়ে চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, ২১-২২ অক্টোবর মধ্যরাত থেকে পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়। এ সময় ইলিশ ধরা অবস্থায় তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকৃতদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ৪২ জনকে সাজা ও জরিমানা করা হয়। বাকিদেরকে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ১০ শিশু জেলেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
Exit mobile version