Site icon Mohona TV

পাবনায় অবৈধ জালসহ তিন জেলে আটক

পাবনার নাজিরগঞ্জে দুই হাজার মিটার জালসহ তিন জেলেকে আটক করেছে নৌ পুলিশ। ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় পাবনার নাজিরগঞ্জে তিন জেলেকে আটক করেছে নাজিরগঞ্জ নৌ পুলিশ।

আজ সোমবার (২৩ অক্টোবর) সকালে নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ সাইদুর রহমানের নেতৃত্বে পদ্মা নদীর ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এসময় দুই হাজার মিটার কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় তিন জনকে আসামি করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও, পৃথক একটি অভিযানে সাড়ে তিন লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে নাজিরগঞ্জ নৌ পুলিশ।

Exit mobile version