Site icon Mohona TV

ভারতের বায়ুদূষণ থেকে বাঁচতে ইনহেলার নিচ্ছেন ইংলিশ ক্রিকেটাররা

অনুশীলনের মাঝে মাঠে বসে ইনহেলার নিচ্ছেন স্টোকস। ছবি: সংগৃহীত

দিন কয়েক আগে ভারতের একটি মাঠে বসে বেন স্টোকসের ‘ইনহেলার’ নেয়ার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সাধারণত শ্বাসকষ্টজনিত সমস্যায় থাকা রোগীরা চিকিৎসকের পরামর্শে এটি ব্যবহার করে থাকেন।

শীতের আগে ভারতের কয়েকটি শহরে বায়ু দূষণের মাত্রা কয়েকগুণ বেড়ে যায়। এমন সময় সেখানে আবার চলছে ওয়ানডে বিশ্বকাপ। তবে শুধু স্টোকস নয়, ভারতে বিশ্বকাপ খেলতে এসে ইনহেলার ব্যবহার করছেন অন্য ইংলিশ ক্রিকেটাররাও। মূলত ভারতের বায়ুদূষণ থেকে হওয়া শ্বাসকষ্ট থেকে বাঁচতে তারা এর ব্যবহার করছেন। বিষয়টি স্পষ্ট করেছেন ইংলিশ অলরাউন্ডার জো রুট।

মুম্বাইয়ে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগের দিন দূষণ নিয়ে কথা বলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘এই পরিস্থিতি মোটেও ভালো নয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমার-আপনার সন্তানদের জন্য কী রেখে যাচ্ছি আমরা? ওরা যেন কোনোভাবে আতঙ্কে না বাঁচে। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে আমাদের।’

মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর দূষণ নিয়ে প্রশ্ন করা হয়েছিল জো রুটকে। রুট বলেন, ‘মাঝেমাঝে একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সেটা বায়ুদূষণের কারণে কিনা বোঝা সম্ভব নয়। তবে দিনটা ধোঁয়াটে ছিল। মাঠের একধারে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকালে সেটা বোঝাও যাচ্ছিল।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ নিজে আইসিসির সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘মুম্বাই ও দিল্লির পরিবেশ নিয়ে বিসিসিআই চিন্তিত। আমি বোর্ডের পক্ষ থেকে এই বিষয়টা আইসিসিকে জানাই। ওরা সিদ্ধান্ত নিয়েছে, এই দুই মাঠে খেলার সময় আতশবাজির প্রদর্শনী হবে না। পরিবেশে দূষণ যাতে আর না বাড়ে তার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

Exit mobile version