হাসপাতালে ভর্তি অভিনেতা দীপঙ্কর দে

মোহনা অনলাইন

প্রতিথযশা অভিনেতা দীপঙ্কর দে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৩ নভেম্বর) রাতে তাকে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দীপঙ্কর দে’ র স্ত্রী অভিনেত্রী দোলন রায় জানান, সুগার ফল করে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন দীপঙ্কর। পরে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে দোলন বলেন, শুক্রবার রাতে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু এখন অনেকটাই চিন্তামুক্ত। মনে হচ্ছে, কয়েক দিনের মধ্যেই ছেড়ে দেবে। অনেকগুলো পরীক্ষা করতে দিয়েছে। সেগুলো করাতে হবে।

জানা গেছে, দীর্ঘ ২২ বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর ২০২০ সালের জানুয়ারিতে দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় রেজিস্ট্রি বিয়ে করেন দীপঙ্কর-দোলন।

ওই সময়ে দীপঙ্করের বয়স ছিল ৭৫ আর দোলন রায়ের বয়স ৪৯ বছর। তাই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনায় উঠে আসেন এই তারকা দম্পতি।

নামকরা এ অভিনেতা একাধারে নায়ক, খলনায়ক ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল সত্যজিৎ রায়-এর সীমাবদ্ধ (১৯৭১)৷ এছাড়াও তিনি সত্যজিৎ রায়ের গণশত্রু (১৯৯০), শাখা প্রশাখা ( ১৯৯০) এবং আগন্তুক (১৯৯১) চলচ্চিত্রেও অভিনয় করেন।

Exit mobile version