Site icon Mohona TV

বরগুনায় দেশীয় ২০ লিটার মদসহ আটক-২

বরগুনার তালতলী উপজেলায় ২০ লিটার দেশীয় চোলাই মদসহ দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ। আজ শনিবার ( ২ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে তালতলী থানার চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামিশে পাড়া এলাকার মিলাউ রাখাইনে ছেলে মিজয় (৩৫) এবং একই এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মামুন (২৫)।

পুলিশ জানায়, তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামিশে পাড়া এলাকা থেকে দেশীয় চোলাই মদ নিয়ে একটি মোটরসাইকেল শহরের দিকে যাচ্ছে ওই দুই যুবক। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার সামনে চেকপোস্টে তল্লাশী চালিয়ে ২০ লিটার দেশীয় চোলাই মদসহ মিজয় ও মামুনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল জব্দ করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন,  দেশীয় চোলাই মাম পানির বোতলে ২০ লিটার দেশীয়  মদসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের একটি মটরসাইকেলও জব্দ করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

author avatar
Mohona Online
Exit mobile version