এবার রাজনীতিতে ‘ব্যাড বয়’ ইমেজ, ভোটের দিনে কষে দিলেন চড়

মোহনা অনলাইন

বাংলাদেশ ক্রিকেটের ‘ব্যাড বয়’ হিসেবে পরিচিত অলরাউন্ডার সাকিব।  কখনো সতীর্থদের সঙ্গে আবার কখনো মিডিয়া ও দর্শকদের সঙ্গে বাজে আচরণের জন্য কখনও আবার বোর্ডের নিয়ম ভেঙেও শাস্তি পেয়েছেন অনেকবার।

আওয়ামী লিগের হয়ে মাগুরা-১ আসন থেকে সংসদে প্রতিনিধিত্ব করতেছেন তিনি। সকাল ৮টায় মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন তিনি। এবার রাজনীতিতেও ‘ব্যাড বয়’ পরিচয় দিলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে একটি ভিডিও। য়েখানে দেখা যায়, ভিড়ের মাঝে এক ব্যক্তিকে কষে চড় দিয়েছেন তিনি। ভোটের দিন বিশ্বসেরা অলরাউন্ডারের মেজাজ হারানোর এই ভিডিও সাথে সাথে ছড়িয়ে পড়েছে ফেসবুকে।

সকালে নিজের ভোট দেওয়া শেষে সবার উদ্দেশ্যে বলেন ভোট সবার অধিকার আর তাই সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ারও আহ্বানও জানান তিনি।

Exit mobile version