এবার ওটিটিতে আসছে অ্যানিমেল, মুক্তির তারিখ ঘোষণা

মোহনা অনলাইন

এবার ওটিটিতে জাদু দেখাতে আসছে অ্যানিমেল। সিনেমাটি ভারতে ৫৫০ কোটির বেশি এবং বিশ্বব্যাপী ৯০০ কোটির বেশি আয় করেছে। বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালিয়েছে রণবীর কাপুরের অ্যানিমেল। তবে নতুন বছরের শুরু থেকেই রণবীর ভক্তরা অপেক্ষায় ছিলেন ওটিটির পর্দায় সিনেমাটির মুক্তির।
বৃহস্পতিবার নির্মাতারা জানিয়েছেন, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে নেটফ্লিক্স ইন্ডিয়াতে মুক্তি পাচ্ছে অ্যানিমেল। হিন্দি ছাড়াও, ওটিটি প্ল্যাটফর্মে তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায়ও প্রকাশ হবে অ্যানিমেল। তবে কিছু আইনি জটিলতায় পার করে অবশেষে জট ছাড়িয়ে ওটিটিতে মুক্তির পথে রণবীর কাপুরের ক্যারিয়ার সেরা আয় করা চলচ্চিত্র অ্যানিমেল।
সিনেমাটির ওটিটি রিলিজ সম্পর্কে একটি বিবৃতিতে রণবীর কাপুর বলেছেন, ‘প্রেক্ষাগৃহে অ্যানিমেলের সাড়া দেখে আমরা আনন্দিত এবং এখন আমি আরো আনন্দিত যে বিশ্বব্যাপী দর্শকরা তাদের ঘরে বসেই এটি দেখার সুযোগ পাবেন। বিশ্বব্যাপী আমাদের কাজ প্রদর্শনের সুযোগ পাওয়াটা সত্যিই বিশেষ কিছু।’
 
Exit mobile version