Site icon Mohona TV

হাসপাতালে ভর্তি নুসরাত ফারিয়া

ছবি: সংগৃহীত

হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। 

ফারিয়ার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার মা পারভিন আক্তার। গণমাধ্যমে তিনি জানান, বেশ কয়েকদিন ধরেই গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগছিল ফারিয়া। খেতে চাচ্ছিল না, খুব মাথা ব্যথা করছিল। বৃহস্পতিবার হঠাৎ করে অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই।

অভিনেত্রীর মা আরও বলেন, সবার দোয়ায় ফারিয়া এখন একটু সুস্থ। জ্ঞান, ফিরেছে, কথাও বলছে। চিকিৎসক ফারিয়ার রক্ত পরীক্ষা করবেন বলে জানিয়েছেন। এরপরই বিস্তারিত জানা যাবে।

প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। বর্তমানে দুই বাংলায় দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

 

Exit mobile version