Site icon Mohona TV

জামালপুরের সরিষাবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত ২০

ছবি: প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। গত রোববার রাতে ও সোমবার উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে এ আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার খাগুরিয়া, ধানাটা, শিমলা বাজার, তারিয়াপাড়া, ভূরার বাড়ী, কুঠিরহাট, বলারদিয়ার, ফুলদহ পাড়াসহ বিভিন্ন স্থানে হঠাৎ করেই পাগলা কুকুর মানুষদের কামড়াতে শুরু করে। এ সময় প্রায় ১৫ জনকে কামড়ে আহত করে। সোমবার সকালেও বিভিন্ন স্থানে আরও ৪ জনকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কুকুরের কামড়ে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বিনামূল্যে সরকারি ভ‍্যাকসিন দেয়া হয়েছে।
Exit mobile version