Site icon Mohona TV

কালিয়াকৈরে শিলা বৃষ্টিতে ঘর বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

ছবি: নিজস্ব

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার  বিভিন্ন এলাকায়  শিলাবৃষ্টির ঝড়ের কারণে  ঘরের চালের টিনের ফুটো   ও ফসলের  ব্যাপক ক্ষয়ক্ষতি গাছপালা ব্যাপক ভাঙচুর হয়েছে। 
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গতকাল রাতে উপজেলার   মধ্যপাড়া , বোয়ালী, ফুলবাড়িয়া ইউনিয়নের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে । ঘরের চালের ফুটো ও গাছপালা ভাঙচুর ফসলি জমি নষ্ট , কলাবাগান , সবজি বাগান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । এসময় প্রায় পাঁচশত দিক ঘরের টিনের ফুটো  এবং শতাধিক গাছপালা ভাঙচুর ও প্রায় ৫০ বিঘা ধানী ফসল নষ্ট হয়ে গেছে। এই ঝড়ের কারণে এলাকাবাসীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় ঘরে থাকা চাল ডাল আসবাবপত্র নষ্ট হয়ে গেছে।
সোনাতলা গ্রামের আমিনুর, শামসুন্নাহার, আমিনা খাতুন, মাজেদা বেগম সহ অনেকেই বলেন ,গতকাল রাতে শিলাবৃষ্টির কারণে ঘরের চালের টিন ফুটো হয়ে গেছে খাবার চাল ডাল আসবাবপত্র  সহ নষ্ট হয়ে গেছে । চালের টিন পরিবর্তন না করলে ঘরে থাকা অসম্ভব হয়ে পড়েছে।  এই  ঝড়ের ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম জানান ,উপজেলার যেসব এলাকায় শিলাবৃষ্টি ঝড়ের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে ।তাদেরকে তালিকাভুক্ত করে দুর্যোগ মন্ত্রণালয়ের থেকে  সহযোগিতা প্রদান করা হবে।
author avatar
Online Editor SEO
Exit mobile version