Site icon Mohona TV

বুধবার থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

ছবি: সংগৃহীত

আগামী ২৭ মার্চ (বুধবার) থেকে মেট্রোরেল রাত ৯টার পরও চালু রাখার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬তম রোজার দিন মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ৯টা ২০ মিনিটে ছাড়বে। বাড়তি সময়ে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। এতে চলাচলরত ট্রেনের সংখ্যা বাড়বে ১০টি। পবিত্র ঈদ-উল-ফিতরের দিন মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রোরেল এখন দিনে ১৮৪ বার চলছে আর বুধবার থেকে চলবে ১৯৪ বার।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, মেট্রোরেলে দিনে পাঁচ লাখ যাত্রী চলাচল করার সক্ষমতা রয়েছে। এ ক্ষেত্রে প্রতি চার মিনিট পরপর ট্রেন চালাতে হবে। এজন্য প্রয়োজনীয় ২৪ সেট মেট্রোরেল আছেও। আগামী জুনের মধ্যে সর্বোচ্চ সক্ষমতায় মেট্রোরেল চালানোর পরিকল্পনা রয়েছে।

রমজান মাসে ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পাসে ৭৫ মিনিট পর্যন্ত “পেইড জোনে” অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে। যাত্রীদের কথা বিবেচনা করে “পেইড জোনে” কার্ড পাঞ্চ করে প্রবেশ করার পর থেকে “৭৫ মিনিট” থাকার সুযোগ রাখা হয়েছে। রোজার আগে তা ছিল ৬০ মিনিট।

author avatar
Online Editor SEO
Exit mobile version