Site icon Mohona TV

’ডিজিটাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েশন‘ অ্যাওয়ার্ড পেল বিটিভি

ছবি: সংগৃহীত

ডিজিটাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েশন বেস্ট অ্যাওয়ার্ড লাভ করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। ওয়ার্ল্ড নোম্যাডস মিডিয়া ফেলোশিপের আওতায় এ পুরস্কারটি দেওয়া হয়েছে। 

ফেলোশিপ প্রোগ্রামের আওতায় বিটিভির ফেলো নির্মিত Egypt Unveiled 2023 সালের সেরা কনটেন্ট হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশ টেলিভিশনের বার্তা সম্পাদক জাহিদুল ইসলাম ও নিয়ন্ত্রক (ডিজাইন) আনোয়ার সাদাত রবি মর্যাদাপূর্ণ এই ফেলোশিপ অর্জন করেন এবং প্রামাণ্য কনটেন্টটি নির্মাণ করেন।
এই ফেলোশিপে ইউরোপ এশিয়া-আমেরিকার ৩৮টি দেশের ৭৬ জন পেশাদার গণমাধ্যমকর্মী অংশ নেন। এদের তৈরি ১২৪টি ডিজিটাল কন্টেন্টের মধ্যে বিটিভি প্রতিনিধিদের প্রস্তুতকৃত ‘ইজিপ্ট আনভেইলড’ বছরের সেরা কন্টেন্ট হিসেবে নির্বাচিত হয়। ক্ষুদে প্রামাণ্যচিত্রটিতে মিসরের ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্যসহ শৈল্পিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। এর হাত ধরেই পুরস্কারটি ঘরে তুলেছে রাষ্ট্রীয় মালিকানাধীন চ্যানেলটি।
author avatar
Online Editor SEO
Exit mobile version