Site icon Mohona TV

কিশোর গ্যাং এর ১৮ জনকে গ্রেফতার : অস্ত্র ও টাকা উদ্ধার

ছবি: প্রতিনিধি

পিরোজপুরে পৃথক দুটি মামলায় কিশোর গ্যাং এর ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার( ৩০ মার্চ) দুপুরে পিরোজপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস) মোঃ মুকিত হাসান খাঁন।
গ্রেফতার হওয়া কিশোর গ্যাং এর সদস্যরা হলো মো: লিমন হাওলাদার (১৫), জিসান(১৭), সয়ন রায়(১৬), বাকিদ ইসলাম(১৭), জাকারিয়া শেখ(১৬), মো: সাকিব হাওলাদার(১৬), শামীম সেখ(১৬), মো: হামজা এস্কাদার(১৪), মো: রিফাত মাহমুদ(১৭), শাহরিয়ার রাতুল(১৮), কাওসার মীধা(১৮), সাগর হাওলাদার(১৮), মো: মুন্না জমাদ্দার(১৮), মো: মফিজুল ইসলাম(৩০), মো: আমিরুল(২০)।
এছাড়াও পৃথক মামলায় রাতুল ইসলাম তুর্য(২০), দিব্য মৃধা(২০) এবং শান্ত দত্ত(১৯) কে অপহরণ, আটকে রেখে চঁদা নেয়া সহ একাধিক অভিযোগের মামলায় গ্রেফতার করা হয়।
পিরোজপুর সদর থানার বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে হাতুরী-চাপাতি, চাইনিজ কুড়ালসহ গ্রেপ্তার করা হয়।
গত শুক্রবার রাত ০৮ টার দিকে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়ার মোড়ে এক গ্রুপের কিশোর অন্যগ্রুপের এক কিশোরকে একা পেয়ে ২০ থেকে ২৫ জন কিশোর তাদের সঙ্গে থাকা লোহার রড, চাইনিজ কুড়াল, চাপাতি ও হাতুড়ি দিয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিমকে এলোপাথারী পিটিয়ে গুরুতর আহত করে হাত ভেঙ্গে ফেলে। পুলিশ সংবাদ পেয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষন করে ঘটনার সাথে জড়িত ১৫ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করে পুলিশ। ভিকটিমের মা মোসাঃ শিউলি বেগম (৪২) বাদী হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
অন্য একটি ঘটনায় এক কিশোর-কিশোরী বলেশ্বর নদীর পাড়ে শুক্রবার দুপুরে একসাথে ঘুরতে গেলে কিশোর গ্যাং তাদেরকে একসাথে দেখে ধাওয়া করে মেয়ের সঙ্গে থাকা ১৫০০ টাকা নিয়ে যায় ও ছেলেকে জিম্মি করে অজ্ঞাত স্থানে আটক করে তার পরিবারের নিকট মোটা অংকের চাঁদা দাবী করে। তার পরিবার নিরুপায় হয়ে ৩১০০ টাকা চাঁদা দেন। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা মোঃ লিয়াকত আলী সরদার (৪৫) বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করেন। পুলিশ ভিকটিমকে রাজারহাট এলাকার বলেশ্বর নদীর তীরে ওয়াপদার পাড়ে শামিম ভিলা থেকে উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত ০৩ জন আসামীকে গ্রেফতার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস) মোঃ মুকিত হাসান খাঁন আরো জানান শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ জণগণের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি টিভির ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। পিরোজপুরের পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে অন্যায়ের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে। ঘটনায় জড়িত বাকী সদস্য ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
author avatar
Mohona Online
Exit mobile version