Site icon Mohona TV

২৭ মিনিটের মধ্যে ৫০ হাজার গাড়ির অর্ডার পেল শাওমি

ছবি: সংগৃহীত

নিজেদের প্রথম বৈদ্যুতিক গাড়ি (ইভি) বাজারে এনেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বৃহস্পতিবার শাওমির গাড়ি (Xiaomi SU7) বাজারে এসেছে। কোম্পানির দাবি, উন্মোচনের মাত্র ২৭ মিনিটের মধ্যে তারা ৫০ হাজারের বেশি গাড়ির অর্ডার পেয়েছে।

ইলন মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে শাওমি। শাওমি দাবি করছে তাদের ২৫ লাখের নতুন গাড়িতে সুপার ইলেকট্রিক মোটর প্রযুক্তি রয়েছে, যেটি টেসলা ও অন্যান্য প্রতিষ্ঠানের বৈদ্যুতিক গাড়ির চেয়ে বেশি গতি হবে।  শাওমির মোবাইল ব্যবহারকারীরাও এই গাড়িতে বিশেষ সুবিধা পাবেন। আরও এমন কিছু প্রযুক্তি যুক্ত থাকবে যা চিনে আগে দেখা যায়নি।

উদ্বোধনী অনুষ্ঠানে শাওমির প্রধান নির্বাহী লেই জুন বলেন, গাড়িটির স্ট্যান্ডার্ড ‘সু৭’ মডেলের দাম দুই লাখ ১৫ হাজার ৯০০ ইউয়ান বা ২৯ হাজার ৮৭২ ডলার। আর ম্যাক্স সংস্করণের দাম ঠিক করা হয়েছে দুই লাখ ৯৯ হাজার ৯৯০ ইউয়ান।

শাওমি দাবি করছে তাদের ২৫ লাখের নতুন গাড়িতে সুপার ইলেকট্রিক মোটর প্রযুক্তি রয়েছে, যেটি টেসলা ও অন্যান্য প্রতিষ্ঠানের বৈদ্যুতিক গাড়ির চেয়ে বেশি গতি হবে।  শাওমির মোবাইল ব্যবহারকারীরাও এই গাড়িতে বিশেষ সুবিধা পাবেন। আরও এমন কিছু প্রযুক্তি যুক্ত থাকবে যা চিনে আগে দেখা যায়নি।

চীনের বাজারে বৈদ্যুতিক গাড়ির দাম বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেকটা কম। উদাহরণ হিসেবে বিওয়াইডির সবচেয়ে সাশ্রয়ী মডেল সিগ্যাল হ্যাচব্যাকের কথা বলা যায়; এর দাম মাত্র ৯ হাজার ৫৬৮ ডলার। শাওমির এসইউ ৭ মডেলের বৈদ্যুতিক গাড়ির মাইলেজ ৭০০ কিলোমিটার; টেসলার মডেল ৩-এর চেয়ে তা বেশি বলে জানান লেই জুন।
বৈদ্যুতিক গাড়ির জগতে শাওমি এমন এক সময়ে প্রবেশ করল, যখন চীনে এই গাড়ির বাজার দখল নিয়ে বিভিন্ন কোম্পানির মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশ্বের বৈদ্যুতিক গাড়ির বৃহত্তম বাজার হচ্ছে চীন; গত এক দশকে এই খাতে চীন সরকার বিপুল পরিমাণে ভর্তুকি দিয়েছে। একই সঙ্গে চীনের বাজারে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা বেড়ে গেছে।
author avatar
Online Editor SEO
Exit mobile version