Site icon Mohona TV

সাভারে তেলের ট্যাংকারে আগুন মৃত্যু ২, দগ্ধ ৭

ছবি: সংগৃহীত

মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোড়পুল এলাকায় তেলবাহী লরি উল্টে চারটি ট্রাক, একটি পিকআপ ভ্যান ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে। এ ঘটনার পর থেকে প্রায় ২ ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে

সড়ক দুর্ঘটনায় রাস্তার ওপর তেলের ট্যাংকার উল্টে ছিলো; আর সেখান থেকে তেল গড়িয়ে পড়ছিলো। তখন হঠাৎ সেখানে আগুন জ্বলে ওঠে। এতে ট্যাংকারের আশপাশে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকারে আগুন ধরে যায়। এ সময় দুইজনের মৃত্যু হয় এবং দগ্ধ হন আরও ৭ জন।

মৃত ওই ব্যক্তির নাম নজরুল ইসলাম (৪৫)। তার বাড়ি যশোরের চৌগাছায়। তিনি সিমেন্টের ট্রাকের লোড আনলোডের কাজ করতেন। দগ্ধদের মধ্যে ৫ জনের নাম জানা গেছে বাকি ২ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টা ৩৫ মিনিটে ঘটনাটি ঘটে। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, হেমায়েতপুরের আগুনের ঘটনায় ৮জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে একজন মারা গেছেন। বাকি সাতজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

author avatar
Online Editor SEO
Exit mobile version