Site icon Mohona TV

তিন দেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

আগামী ২৪ এপ্রিল দুই সপ্তাহের জন্য  থাইল্যান্ড, সৌদি আরব ও গাম্বিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের সভায় যোগ দিতে তিন দেশ সফরে যাচ্ছেন তিনি।

২৭ এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রী ব্যাংককে ইউএনএসকাপ কমিশনের ৮০তম সভা এবং দ্বিপক্ষীয় সফর করবেন। বিশেষ এক সূত্র থেকে জানা গেছে ওই সফরে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা সহযোগিতাসহ ১০ থেকে ১২টি খাতে চুক্তি হওয়ার সম্ভাবনা আছে।

এরপর ২৮ এপ্রিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ বৈঠকে অংশ নিতে সৌদি আরবের রাজধানী রিয়াদ যাবেন। এ সময় দ্বিপক্ষীয় কোনো বৈঠক বা চুক্তি হবে কি না তা জানা যায়নি। তবে সেখানে তিনি পাঁচ দিন অবস্থানের পর অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের শীর্ষ সম্মেলনে অংশ নিতে  গাম্বিয়া যাবেন ৩ মে। সেখানে তিন দিন অবস্থানের পর আগামী ৭ মে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

এসব সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রীর সাথে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দের বৈঠক হতে পারে। সফরগুলোকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

author avatar
Online Editor SEO
Exit mobile version