Site icon Mohona TV

রাব্বিকে হলে সিট ফেরত দিতে নির্দেশ হাইকোর্টের

ছবি: সংগৃহীত

বুয়েটের পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রাব্বির হলে সিট ফেরত দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ এপ্রিল)  বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, বুয়েটের পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রাব্বির হলের সিট বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে ইমতিয়াজ রাব্বীকে হলে সিট ফেরত দেয়ার নির্দেশনা চাওয়া হয়।

প্রসঙ্গত, আবরার ফাহাদ হত্যার পর থেকে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রয়েছে। ছাত্রলীগ সেখানে রাজনীতি ফেরানোর দাবিতে আন্দোলন করছে এবং নানাভাবে চেষ্টা করছে। সম্প্রতি বুয়েটের ছাত্র ইমতিয়াজ রাব্বির সহায়তায় মধ্যরাতে ক্যাম্পাসে প্রবেশ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতিসহ বেশকিছু নেতাকর্মী। এ ঘটনার প্রতিবাদে এবং ইমতিয়াজ রাব্বিসহ কয়েকজনের বহিষ্কারের দাবিতে আন্দোলনে নামেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে ইমতিয়াজ রাব্বিকে তার হল থেকে বহিষ্কার করা হয়।

এর আগে  ১ এপ্রিল বুয়েটে ছাত্র রাজনীতি চলতে বাধা নেই বলে আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ২০১৯ সালে বুয়েট কর্তৃপক্ষ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপন জারি করে তা স্থগিত করেন হাইকোর্ট।

author avatar
Online Editor SEO
Exit mobile version