Site icon Mohona TV

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ। সকালে ২০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়েছে যানজট।

অতিরিক্ত যানবাহনের চাপ এবং কয়েকটি গাড়ি বিকল হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতী উপজেলার পৌলী পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে।এদিন সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের টাঙ্গাইল সদরের রাবনা বাইপাস হতে সেতু টোলপ্লাজা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়েছে।

এছাড়া, যানবাহনগুলো রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলা কারণেও যানজট বাড়ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, মহাসড়‌কে প‌রিবহ‌নের খুবই চাপ র‌য়ে‌ছে। এতে পরিবহনগু‌লো খুবই ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে। এছাড়া সেতুর উপর এক‌টি বাস নষ্ট হওয়ায় পাঁচ ‌মি‌নিট বন্ধ ছিল প‌রিবহন চলাচল। পরিবহনগু‌লো রাস্তায় দাঁড়ি‌য়ে যাত্রী তোলায় অন‌্যান‌্য প‌রিবহনগু‌লো ধীরগ‌তির সৃ‌ষ্টি হয়।

author avatar
Online Editor SEO
Exit mobile version