Site icon Mohona TV

দিনাজপুরে এক কাতারে ৬ মুসল্লি, এশিয়ার সবচে বড় জামাত

ছবি: সংগৃহীত

প্রতিবছরের মতো এবারো দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ৬ লাখ মুসল্লি। এখানে সকাল ৯টায় শুরু হয় ঈদ জামাত। ইমামতি করেন মাওলানা শামসুল আলম কাশেমী।

নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

উল্লখ্য, ২০১৫ সাল এশিয়া উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মিনার নির্মাণের কাজ শুরু করা হয়। ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৬টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল। পরে ২০২০ ও ২০২১ সালে ভয়াবহ করোনা ভাইরাসরের কারণে এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। ২০২২ সালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেই জামাতে প্রায় ৬ লাখ মুসল্লি অংশ নিয়েছিলেন।

author avatar
Online Editor SEO
Exit mobile version