Site icon Mohona TV

ক্রিকেটারদের ঈদ উদযাপন

ছবি: সংগৃহীত

দেশজুড়ে পালিত হচ্ছে ঈদুল ফিতর। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে আনন্দময় উৎসব ঈদ। আন্তর্জাতিক ক্রিকেটে ঠাসা সূচির কারণে অনেক সময়ই ক্রিকেটারদের পরিবার, প্রিয়জনদের ছেড়ে ঈদ করতে হয়। 

তবে এবার খেলাধুলার ব্যস্ততা না থাকায় নিজেদের মতো করেই ঈদ পালন করবেন জাতীয় দলের ক্রিকেটাররা। তাই এবারের ঈদুল ফিতর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সুযোগ পাচ্ছেন সাকিব, তামিম, মুশফিক, তাসকিনরা।

ঈদ উদযাপনে অধিকাংশ ক্রিকেটারই ছুটে গিয়েছেন আপন ঠিকানায়। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঈদ করবেন রাজশাহীতে। ঢাকা লিগের খেলা শেষ হওয়ার পরপরই পরিবার নিয়ে তার গন্তব্য হয় রাজশাহীতে। ঈদের পর ঢাকা লিগের খেলা শুরু ১৫ এপ্রিল। এর আগ পর্যন্ত সেখানেই ছুটি কাটানোর কথা রয়েছে তার।

এ ছাড়া মুশফিকুর রহিম ঈদ করছেন নিজ শহর বগুড়াতে। উল্লেখ্য, চোটের কারণে গত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ছিলেন না। খেলতে পারেননি ডিপিএলেও।

অন্যদিকে, তরুণ ক্রিকেটার শাহাদাত হোসেন দিপু ঈদ করবেন চট্টগ্রামে। সদ্য জাতীয় দলে অভিষেক হওয়া পেসার নাহিদ রানা ছুটেছেন নিজ শহরে। চাপাইনবাবগঞ্জে পরিবারের সাথে ঈদ করবেন গতিময় এই পেসার।

জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক সাকিব আল হাসান উমরাহ পালন শেষে গিয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন সাকিব। মাহমুদউল্লাহ রিয়াদ পরিবার নিয়ে ঈদ করবেন ময়মনসিংহে। অবকাশ পেলেই বাবা-মার কাছে ছুটে যান মাহমুদউল্লাহ। এবারের ঈদটা তার কাটবে ময়মনসিংহে। ঢাকার বাইরে ঈদ করার তালিকাতে রয়েছেন মিরাজ, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেনরা। চাঁদপুরে ঈদ করবেন মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন চট্টগ্রামে, রিশাদ হোসেনের ঈদ নীলফামারীতে।

author avatar
Online Editor SEO
Exit mobile version