Site icon Mohona TV

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ

#image_title

ঈদের আগের দিন রাজধানীর বাস টার্মিনালগুলোতে তেমন ঘরমুখী মানুষের দেখা তেমন একটা মেলেনি। ঢাকা থেকে ছেড়ে যাওয়া অনেক বাসেরই অর্ধেক আসন ফাঁকা ছিল। তবে এর বিপরীত চিত্র দেখা গেল ঈদের দ্বিতীয় দিনে।

ঈদ ও পয়লা বৈশাখসহ চার দিন ছুটি হাতে থাকায় আজ শুক্রবার অনেকেই গ্রামে যাচ্ছেন বেড়াতে।

রাজধানীর মালিবাগ, টিটিপাড়া, মানিকনগর, গুলিস্তান, সায়েদাবাদের বেশ কয়েকটি দূরপাল্লার বাস কাউন্টারে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, কাউন্টারগুলোতে এসে যাত্রীরা ভিড় করছেন। কোথাও কোথাও মিলছে না প্রত্যাশিত সময়ে টিকিট। কেউ সকাল ৬টায় কাউন্টারে এসে ৯টার বাস পেয়েছেন। আবার কেউ ৯টায় এসে পেয়েছেন ১১টা কিংবা তারও পরের বাস।

গুলিস্তান থেকে দোহার যাবে রুনা হোসেন। শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে কাউন্টারে অপেক্ষা করছেন তিনি। কিন্তু সময়মতো বাস পাননি। রুনা বলেন, ‘সাড়ে ৭টায় এসে সোয়া ৯টার বাস পেয়েছি। এতো ভিড় থাকবে বঝতে পারিনি।’

বাসের সংকট থাকার কারণ হিসেবে পরিবহনসংশ্লিষ্টরা বলছেন, বেশির ভাগ বাস ঢাকার বাইরে। কিছু চালক ও সহকারী ছুটিতে থাকায় ঢাকা থেকে বাস কম ছাড়া যাচ্ছে। তবে স্টার লাইন বাসের টিকিট বিক্রয়কর্মী মিজান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বাস পর্যাপ্ত আছে, সে অনুযায়ী যাত্রী বেশি। আমাদের যাত্রীর চাপ সব সময়ই এমন থাকে।’

 

author avatar
Mohona Online
Exit mobile version