Site icon Mohona TV

আইপিএলে তিনে নেমে গেলেন মুস্তাফিজ

ছবি: সংগৃহীত

আইপিএলে বোলারদের উইকেট শিকার নিয়ে রীতিমত যুদ্ধ শুরু হয়েছে। কে কাকে টপকে যাবে-এই নিয়ে চলছে প্রতিযোগিতা। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালালেন জাসপ্রীত বুমরাহ। ৪ ওভার বল করে ২১ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন। সেই সঙ্গে চলতি আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় শীর্ষস্থান দখল করলেন ভারতের তারকা এই পেসার।

বুমরাহ শীর্ষে উঠে আসায় পার্পল ক্যাপের তালিকায় দুইয়ে নেমে গেলেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। অবশ্য বুমরাহর মতো ৫ ম্যাচে ১০ উইকেট আছে চাহালেরও। তবে ইকোনমি রেটের বিচারে চাহালকে তিনি পেছনে ফেলেছেন মুম্বাই পেসার। বুমরাহর ইকোনমি রেট ৫.৯৫। সেরা বোলিং ফিগার ২১/৫।

অন্যদিকে, চাহালের ইকোনমি রেট ৭.৩৩। সেরা বোলিং ফিগার ১১/৩। চলতি আসরে শুরুর দিকে অনেক দিন পার্পল ক্যাপ ধরে রেখেছিলেন চেন্নাই সুপার কিংসের টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। বুমরাহর উত্থানে সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের দৌঁড়ে তিনে নেমে গেলেন ফিজ। অবশ্য এক ম্যাচ কম খেলেছেন তিনি। ৪ ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন সিএসকের এই পেসার। মুস্তাফিজের ইকোনমি রেট ৮.০০। তার সেরা বোলিং ফিগার ২৯/৪।

author avatar
Mohona Online
Exit mobile version