Site icon Mohona TV

পর্যটকদের রুমা ভ্রমণে নিষেধাজ্ঞা নয়; সতর্কতা

#image_title

পার্বত্য জেলা বান্দরবানে সাম্প্রতিক সময়ে রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, অস্ত্র লুটের ঘটনায় সেখানে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। এ কারণে পর্যটকদের উপজেলাগুলোতে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে।

এদিকে রুমা উপজেলায় সাম্প্রতিক সময়ে যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে উপজেলার পর্যটন এলাকাগুলোতে যেকোনো ধরনের পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করছে স্থানীয় প্রশাসন। গত ৯ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম স্বাক্ষরিত জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সিদ্ধান্তের আলোকে দেওয়া আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। পত্রের মাধ্যমে আরও জানানো হয়, যৌথ অভিযান পরিচালনাকালে রুমা উপজেলার পর্যটন এলাকাসমূহে যেকোনো ধরনের পর্যটক ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে।

যৌথ অভিযান পরিচালনাকালে কোনো হোটেল-মোটেলে পর্যটককে রুম ভাড়া দেওয়া যাবে না। যৌথ অভিযান পরিচালনাকালে কোনো ট্যুরিস্ট গাইড পর্যটকদের কোনো পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না। যৌথ অভিযান পরিচালনাকালে কোনো জীপ গাড়ি পর্যটকদের কোনো পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না। যৌথ অভিযান পরিচালনাকালে নৌপথে পর্যটকদের কোনো পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না।

জেলা প্রশাসনের পক্ষ হতে সুনির্দিষ্টভাবে পর্যটক ভ্রমণের ক্ষেত্রে নো নিষেধাজ্ঞা এখনো প্রদান করা হয়নি।

author avatar
Mohona Online
Exit mobile version