Site icon Mohona TV

সেপটিক ট্যাংকে এক পরিবারের দুজনসহ নিহত ৩

#image_title

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মার্কেটের সেপটিক ট্যাংকে পড়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। ঘটনাটি নাসিরনগর উপজেলার গুনিয়াউক গুটমা গ্রামের।

রোববার দুপুর সাড় ১২টার দিকে গুটমা গ্রামের স্বপ্না মার্কেটে এ ঘটনা ঘটে। মার্কেটের মালিক আহাদ আলী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহাগ রানা।

নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কৃষ্ণ নগরের ফজলুল হকের ছেলে আলম মিয়া ও শফিক মিয়া। অপর নিহতের নাম জানা যায়নি। তবে তার বাড়িও মাধবপুর বলে জানা গেছে।

স্থানীয় লোকজন জানান, গুটমা বাজারের পাশে আহাদ আলীর স্ত্রীর নামে স্বপ্না মার্কেট নির্মাণ করা হচ্ছে। তিন মাস ধরে নির্মাণকাজ চলমান। আজ রোববার দুপুর ১২টার দিকে মার্কেটে কাজ করতে আসেন কয়েকজন শ্রমিক। নির্মাণাধীন মার্কেটের সেপটিক ট্যাংকের কাঠের মাচাল খুলতে সেপটিক ট্যাংকের ভিতরে প্রবেশ করেন তিনজন শ্রমিক। পরে তাদের কোনো শব্দ না পেয়ে স্থানীয়রা গিয়ে দেখতে পান সবাই ভেতরে অচেতন অবস্থায় পড়ে আছেন।

স্থানীয় বাসিন্দা মো. মালেক মিয়া জানান, সকালে তিনজন সেপটিক ট্যাংকের ভেতর নামেন। সাড়া না পেয়ে গিয়ে দেখা যায় তারা মারা গেছেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিমাংশু রঞ্জন সিংহ জানান, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাসের কারণে এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, ধরণা করছি গ্যাসের কারণে এমন হয়েছে। তবে এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

author avatar
Mohona Online
Exit mobile version