Site icon Mohona TV

ব্যাংক এশিয়ার নাম পরিবর্তন

#image_title

ব্যাংক এশিয়া লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটির নাম হবে ব্যাংক এশিয়া পিএলসি। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।

জানা যায়, আজ থেকে তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ব্যাংক এশিয়া লিমিটেডের নাম ব্যাংক এশিয়া পিএলসি হিসেবে পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক অর্ডারে বলা হয়, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ) এর ৩৭ (দুই) (সি) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে মঙ্গলবার (১৬ এপ্রিল ) হতে ব্যাংক এশিয়া লিমিটেড নাম ব্যাংক এশিয়া পিএলসি করা হয়েছে।

সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিত দায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১ ক ধারা নতুন করে যুক্ত করা হয়। নতুন ধারায় সীমিত দায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করতে হবে। এজন্য ব্যাংক এশিয়ার নাম পরিবর্তিত করে ব্যাংক এশিয়া পিএলসি করা হয়েছে।

 

author avatar
Mohona Online
Exit mobile version