Site icon Mohona TV

ইসরাইলের ৩টি ড্রোন ধ্বংস, নিরাপদে ইসফাহানের পারমাণবিক স্থাপনা

ছবি: সংগৃহীত

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে ইসফাহান প্রদেশে অবস্থিত পারমাণবিক স্থাপনা সুরক্ষিত রয়েছে । একইসঙ্গে ইসফাহানের ওপরে ৩টি ড্রোন ধ্বংস করার কথাও জানানো হয়েছে। ইতিহাসে এই প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল।

শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এ সময় দেশটির ইসফাহান শহরের চারপাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। মূলত সম্প্রতি সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে হামলায় দেশটির সিনিয়র সামরিক কর্মকর্তাসহ ১৩ জন নিহতের ঘটনায় গত শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরাইলে প্রতিশোধমূলক হামলা চালায় তেহরান। এর জবাবে আজ পাল্টা হামলা চালালো ইসরাইল।

আল জাজিরা বলছে, ‘গ্রিনিচ মান সময় প্রায় ১২:৩০ টায়’ ইসফাহানের আকাশে তিনটি ড্রোন দেখা গেছে, এরপর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং এই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ‘আকাশেই ওই ড্রোনগুলোকে ধ্বংস করে দেওয়া হয়’।

আল জাজিরা বলছে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সংস্থা আইআরআইবি টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। ওই ভিডিওতে তাদের একজন সাংবাদিককে ইসফাহান শহরের কেন্দ্রস্থলে একটি ভবনের ওপরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

আইআরআইবির ওই সাংবাদিক বলেছেন, ‘এখন পর্যন্ত, প্রাদেশিক কর্তৃপক্ষ আমাদের কোনও তথ্য দেয়নি। কিছু আউটলেট বলেছে, ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, কিন্তু আমাদের অনুসন্ধানের ভিত্তিতে বলছি, এই তথ্যটি মিথ্যা, কোনও স্থানকে লক্ষ্যবস্তু করা হয়নি।’

তিনি আরও বলেছেন, ‘কয়েক ঘণ্টা আগে আকাশে শব্দ শোনা গিয়েছিল। আমরা যা জানি, ইসফাহানের আকাশে সেসময় একাধিক মিনি ড্রোন উড়ছিল, তবে পরে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।’

author avatar
Online Editor SEO
Exit mobile version