Site icon Mohona TV

জাতিসংঘে ফিলিস্তিন নিয়ে প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গ্রুপ হামাস জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগের নিন্দা জানিয়েছে। খবর এএফপি’র।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ প্রস্তাব আনা হয়। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে আলজেরিয়া প্রস্তাবটির খসড়া তৈরি করে।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্য এতে ‘হ্যাঁ’ ভোট দেয়। ভোটদানে বিরত থাকে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। পাঁচ স্থায়ী সদস্যের অন্যতম যুক্তরাষ্ট্রের ভেটোতে এই প্রস্তাব বাতিল হয়ে যায়।

গাজা উপত্যকার শাসকদের এক বিবৃতিতে বলা হয়,‘হামাস জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ প্রদানের খসড়া প্রস্তাবের বিষয়ে নিরাপত্তা পরিষদে আমেরিকান ভেটোর নিন্দা জানায়।’ ফিলিস্তিনের অবরুদ্ধ এ ভূখ-ে যুদ্ধের কারণে নিহতের সংখ্যা বেড়েই চলায় ক্রমবর্ধমান আন্তর্জাতিক উদ্বেগের প্রেক্ষাপটে এমন প্রস্তাব উত্থাপন করা হয়।

এ বিষয়ে ভোটাভুটির প্রাক্কালে ইসরাইলের প্রধান মিত্র এবং সামরিক সহযোগী যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগ প্রত্যাশিত ছিল। গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার মধ্যদিয়ে গাজা যুদ্ধ শুরু হয়। হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরাইল পাল্টা হামলা শুরু করে। ছয় মাসেরও বেশি সময় ধরে তা অব্যাহত রয়েছে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ভেটোর নিন্দা জানিয়ে একে ‘অন্যায্য, অনৈতিক ও অন্যায়’ হিসেবে অভিহিত করেন।

author avatar
Online Editor SEO
Exit mobile version