Site icon Mohona TV

অনির্দিষ্টকালের জন্য জবিতে অনলাইনে ক্লাস

ছবি: সংগৃহীত

সারা দেশে প্রচণ্ড তাপপ্রবাহের জন্য এক সপ্তাহ অনলাইনে ক্লাস চলার পর তাপমাত্রা না কমায় এবার অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বিষয়টি রাইজিং বিডিকে নিশ্চিত করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ‘শিক্ষার্থীরা গরমের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে। আগামী সপ্তাহ থেকে অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। তাপমাত্রা কমলে পরবর্তী নির্দেশ দেওয়া হবে। তবে বিভাগগুলোর পূর্ব নির্ধারিত পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে।

মিড পরীক্ষার বিষয়ে প্রক্টর জাহাঙ্গীর বলেন, মিড পরীক্ষা তো যেকোনো সময় রিসিডিউল করে নেওয়া যাবে, তাই এই মুহূর্তে সশরীরে সেমিস্টার পরীক্ষাগুলো নেওয়া হবে। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে।

author avatar
Online Editor SEO
Exit mobile version