Site icon Mohona TV

ভারতে চলছে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ

ভারতে লোকসভা নির্বাচন

#image_title

ভারতজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যেই ছয় সপ্তাহের নির্বাচনি যজ্ঞের দ্বিতীয় ধাপে আজ শুক্রবার লাখ লাখ ভোটার ভোট দিচ্ছেন।  আগামী জুনে শেষ হতে যাওয়া এই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে যাচ্ছেন, এমনটাই ধারণা করা হচ্ছে।

গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম দফার ভোটগ্রহণ শেষে অবশ্য দেখা যায়, ভোটার উপস্থিতি ২০১৯ সালের নির্বাচনের চেয়ে চার পয়েন্ট কমে ৬৬ শতাংশে এসে দাঁড়িয়েছে। খবর এএফপির।

নির্বাচনি উপকরণের ওপর চাপ কমাতে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে পরিচিত ভারতে কয়েক দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

সপ্তাহজুড়ে চলবে তীব্র তাপপ্রবাহ। এরমধ্যে রয়েছে পূর্বাঞ্চলীয় রাজ্য বিহার, যেখানকার পাঁচটি জেলায় আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই এলাকাগুলোতে মৌসুমি গড় তাপমাত্রার চেয়ে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বিরাজ করছে।

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এ কারণে বাংলাদেশ ও ফিলিপাইনের মতো দেশে হাজার হাজার স্কুলে শিক্ষার্থীদের সরাসরি  ক্লাসে উপস্থিত হওয়া বন্ধ করা হয়েছে।

author avatar
Mohona Online
Exit mobile version