Site icon Mohona TV

ইতিহাস গড়ল ‘পুষ্পা: দ্য রুল’ !

ছবি: সংগৃহীত

মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা: দ্য়া রাইজ়’ ছবির সিকুয়্যেল ‘পুষ্পা: দ্যা রুল’। ২০২৪ সালের স্বাধীনতা দিবসে বড়সড় ধামাকা হতে চলেছে। প্রচার শুরু হওয়ার আগেই খবরের শিরোনাম দখল করে নিচ্ছে ‘পুষ্পা’! শোনা যাচ্ছে, প্রচারের আগে, মুক্তির অনেক আগেই এই ছবি ১০০০ কোটির ব্যবসা করে ফেলেছে। ভারতীয় ছবির ইতিহাসে প্রথম এমনটা ঘটনা।

১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত শক্তি সামন্ত পরিচালিত ‘অমর প্রেম’ ছবিতে শর্মিলা ঠাকুরের কান্না দেখে রাজেশ খান্না বলেছিলেন ‘পুষ্পা, আই হেট টিয়ার্স’। কাট টু, ২০২১ সালে, ‘পুষ্পা: দ্যা রাইজ়’ ছবিতে দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন বললেন, ‘পুষ্পা, ম্যায় ঝুকে গা নেহি সালা…’। পুষ্পাকে কেন্দ্র করে দুই সংলাপে আকাশ-পাতালের তফাৎ। তফাৎ সোয়্যাগে।

এক পুষ্পা (‘অমর প্রেম’ ছবিতে শর্মিলা ঠাকুর অভিনীত চরিত্রের নাম ছিল পুষ্পা) কান্নাকাটি করে ভাসায়। ১৯৭২ সাল থেকে দর্শকের মনে বদ্ধমূলভাবে গেঁথে গিয়েছে– ফুলের মতো ‘নাজ়ুক’ পুষ্পারা কেবল কাঁদতেই পারে। ফোঁস করতে পারেন না।

২০২১ সালে  আল্লু অর্জুন প্রথম দেখালেন, পুষ্পাদের কাঁটাও আছে। ফোঁস করতেও পারে। পুষ্পার নতুন সংজ্ঞা তৈরি করলেন এই বলে যে সে মাথা নোয়াতে রাজি নয়, ‘পুষ্পা ঝুকেগা নেহি!’ সোয়্যাগে পরিপূর্ণ ডায়ালগ ডেলিভারি, থুতনির নীচ দিয়ে আঙুলগুলো কায়দা করে নিতে-নিতে পুষ্পা বলে ‘ঝুকেগা নেহি সালা’!

এই ছবিতে অভিনয় করে প্রকৃত অর্থেই শোরগোল ফেলে দিলেন দক্ষিণ ভারতীয় তারকা আল্লু অর্জুন। যিনি অতীতে কেবল নিজের ঘরের মাঠেই গোল দিয়েছেন। কখনও ‘দেসামুদুরু’, কখনও ‘পারুগু’ তো কখনও ‘ইয়েভাদু’ ছবিতে।

রাতারাতি প্যান ইন্ডিয়া স্টারের তকমা পেয়ে গেলেন আল্লু। হয়ে উঠলেন গোটা দেশের ঘরের ছেলে। গ্ল্যামারের মোড়ক থেকে আগাগোড়া বেরিয়ে, রোদে পোড়া চেহারা নিয়ে ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন পুষ্পারূপী আল্লু অর্জুন। পাখির চোখ করলেন গোটা দেশের দর্শককে। ‘মহাভারত’ মহাকাব্যের বীরের মতো লক্ষ্যভ্রষ্ট ছিলেন না বলেই পুষ্পার সিকুয়্যেল নিয়ে এখন থেকেই এত হাঙ্গামা শুরু হয়ে গিয়েছে।

২০২১ সালে বক্স অফিস সাফল্য পায় আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা’। পুষ্পরাজের চরিত্রে দর্শকপ্রিয়তা পান আল্লু অর্জুন। তিন বছর পর এবার বড় পর্দায় মুক্তির অপেক্ষায় ‘পুষ্পা টু ’। ‘পুষ্পা টু: দ্য রুল’ ১৫ আগস্ট মুক্তি পাবে।

author avatar
Online Editor SEO
Exit mobile version