Site icon Mohona TV

ইমরান খানের ওপর বড় নিষেধাজ্ঞা আদালতের

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে দেশের শক্তিশালী সেনাবাহিনী এবং বিচার বিভাগের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন একটি আদালত। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানবিরোধী তাদের উসকানিমূলক কথাবার্তা ও বিবৃতি অতিরিক্ত গুরুত্ব না দেওয়ার জন্য দেশের গণমাধ্যমের প্রতি অনুরোধ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ইসলামাবাদের জবাবদিহি আদালতের বিচারক রানা নাসির জাভেদ এই নির্দেশনা দিয়েছেন।

আদালতের আদেশে বলা হয়েছে, ইমরান খান সেনাবাহিনী, বিচার বিভাগসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টিকারী রাজনৈতিক বিবৃতি দিয়েছেন। এটি বিচার বিভাগের মর্যাদাকেই শুধু ক্ষতিগ্রস্ত করেনি; বরং ন্যায়বিচার প্রদানের মতো বিচারিক কার্যক্রমও বাধাগ্রস্ত করেছে।

আদালতের মর্যাদা ব্যাহত করতে পারে এমন রাজনৈতিক বা উসকানিমূলক বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে আইনজীবী দল, ইমরান খান ও তাঁর স্ত্রী এবং তাঁদের পক্ষের কৌঁসুলিদের প্রতি অনুরোধ জানিয়েছেন আদালত।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের নিশানা করে রাজনৈতিক ও উসকানিমূলক বিবৃতি প্রকাশ করা থেকে বিরত থাকতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিচারক রানা নাসির জাভেদ। এ ছাড়া এই বিষয়ে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির (পেমরা) নির্দেশিকা মেনে চলা আহ্বান জানিয়েছেন তিনি।

author avatar
Online Editor SEO
Exit mobile version