Site icon Mohona TV

পাবনায় অগ্রণী ব্যাংকের শাখা থেকে ১০ কোটি টাকা উধাও

ছবি: সংগৃহীত

এবার ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা উধাও। ঘটনা পাবনার সাঁথিয়ায় অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখায়।  ঘটনার পর ওই ব্যাংকের প্রধান তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের একজন টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন।

 বৃহস্পতিবার (২৫ এপ্রিল) অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন পুলিশ। তারা হলেন, অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আবু জাফর, ব্যাংকের ব্যবস্থাপক হারুন বিন সালাম এবং ব্যাংকের ক্যাশিয়ার সুব্রত চক্রবতী।

পাবনার সাঁথিয়া থানা ও অগ্রণী ব্যাংক সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অগ্রণী ব্যাংক রাজশাহী বিভাগীয় ও পাবনা আঞ্চলিক শাখা থেকে পাঁচজন কর্মকর্তা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আকস্মিক অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখায় অডিটে আসেন। অডিট শেষে সেখানে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকার আর্থিক অনিয়ম দেখতে পান। পরে ওই অডিট কর্মকর্তারা সাঁথিয়া থানায় অবহিত করলে পুলিশ অভিযুক্ত ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অগ্রণী ব্যাংক পাবনা আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক রেজাউল শরীফ বাদী হয়ে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

আর এই ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান ব্যাংকের তিন কর্মকর্তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) আদালতে প্রেরণ করা হবে। পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, অর্থ আত্মসাৎ ও অন্যান্য বিষয়ে দুদক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

 

author avatar
Online Editor SEO
Exit mobile version