Site icon Mohona TV

ঈদ সামনে রেখে অকেজো বাস সংস্কার চলছে চট্টগ্রামে

দিদারুল ইসলাম 

চট্টগ্রাম প্রতিনিধি

ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ার সুযোগে ফিটনেসবিহীন বাস রাস্তায় নামানোর পাঁয়তারা করছেন চট্টগ্রামের পরিবহন শ্রমিকরা। বিভিন্ন কারখানায় চলছে অকেজো গাড়ি মেরামত। এসব বাস রাস্তায় নামানো হলে যে কোন সময় দুর্ঘটনাকবলিত হতে পারে বলে আশংকা করছেন সবাই। এ বিষয়ে তদারকি করা হবে বলে জানিয়ে পুলিশ প্রশাসন।

ঈদকে কেন্দ্র করে বন্দরনগরীর ওয়ার্কসপপাড়া খ্যাত নুরনগরে বেড়েছে কর্মব্যস্ততা। ছোটখাটো ত্রুটি নিয়ে যেসব গাড়ি গ্যারেজে পড়েছিল তা সারিয়ে সড়কে নামানোর জন্য চলছে জোর প্রস্তুতি। চলছে ভাঙ্গা অংশ মেরামত, সাজসজ্জা ও আসন সংস্কারের কাজ; কোনোটিতে আবার দেয়া হচ্ছে রঙের প্রলেপ।

ফিটনেসবিহীন এসব গাড়ি যে কোন সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে বলে মনে করেন সুধীজনেরা।

অভিযোগ স্বীকার করে ফিটনেসবিহীন গাড়ির পক্ষে সাফাই গাইলেন পরিবহন ও ওয়ার্কসপ মালিকরা।

ঈদযাত্রায় এ ধরনের যান চলাচল বন্ধে তদারকি করার আশ্বাস দিলেন পুলিশের এক কর্মকর্তা ।

বাস মালিক ও শ্রমিকরা মানুষের জীবনমৃত্যুর বিষয়টিকে প্রাধান্য দিয়ে সড়কে গাড়ি নামাবেন, এটাই চাওয়া সাধারণ মানুষের । 

 

Exit mobile version