Site icon Mohona TV

চট্টগ্রামে, বছরজুড়ে পানিবন্দী চাঁদগাওয়ের পাঠানিয়া গোদা রোডবাসী

ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বছরজুড়ে পানিবন্দী বন্দর নগরীর চট্টগ্রামের চাঁদগাওবাসী। এলাকার পাঠানিয়া গোদা রোডে গ্রীষ্ম-বর্ষা-শীত সব মৌসুমেই জমে থাকে ময়লা পানি। এতে দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।

চট্টগ্রাম নগরীর ৪ নম্বর চাঁদগাও ওয়ার্ডের পাঠানিয়া গোদা সড়কটি সারাবছরই পানিতে ডুবে থাকে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এলাকার গৃহস্থালিতে ব্যবহৃত সবটুকু পানিই রাস্তায় জমে যায়। এতে ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। নগরীর বেশিরভাগ খাল ভরাট হয়ে যাওয়ায় জলসঙ্কট এখন চরমে।এ ছাড়া এ রাস্তাটিরও প্রায় এক কিলোমিটার অংশের বেহাল দশা। পানিতে ডুবে থাকা খানাখন্দে চলাচল করতে প্রায়শই দুর্ঘটনার শিকার হন পথচারীরা।

বিষয়টি নিয়ে বার বার কর্তৃপক্ষের সঙ্গে যোগযোগ করা হলেও, সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। তবে, সমস্যার কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ এসরারুল হক

পানি নিষ্কাশনের ব্যবস্থাসহ সড়কটি মেরামতেও দ্রুত উদ্যোগ আশা করছেন ভুক্তভোগীরা।

Exit mobile version