Site icon Mohona TV

শেরপুরের শ্রীবরদীতে মৎস্য প্রজেক্ট থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের এক দিন পর মৎস্য প্রজেক্টের পুকুর থেকে জিব্রাইল হোসেন রনি (৩৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১১ টার দিকে পৌর শহরের মুন্সিপাড়া এলাকার আওরঙ্গ মৎস্য প্রজেক্টের পুকুর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। দিনমজুর জিব্রাইল হোসেন রনি পার্শ্ববর্তী ফতেপুর এলাকার মৃত হসকেল আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীবরদী পৌরশহরের জিব্রাইল হোসেন রনি মুন্সিপাড়া এলাকার শ্বশুরবাড়িতে থাকেন। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর আর  সে বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করে।

শুক্রবার সকাল ১১ টার দিকে বাড়ির সংলগ্ন আওরঙ্গ মৎস্য প্রজেক্টের লোকজন তাঁর লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে। এসময় তার পরনে ছিল একটি লুঙ্গি। মৃত জিব্রাইল হোসেন রনির স্ত্রী ময়না বেগম জানান, তাদের দুইটি মেয়ে। তার স্বামী দিনমজুরি করে সংসার চালাতো। গতকাল সকালে গোসল করার জন্য বাড়ির পাশে মৎস্য প্রজেক্টে যায়।
এর পরে আর সে ফিরে আসেনি। তাদের ধারণা, সে হয়তো স্ট্রোক করে পানিতে ডুবে মারা গেছে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়া চলছে।

author avatar
Editor Online
Exit mobile version