Site icon Mohona TV

পেট্রোল ফুরিয়ে গেছে শ্রীলঙ্কায়, কেনার জন্য নেয় অর্থ !

পেট্রোল ফুরিয়ে গেছে শ্রীলঙ্কায় কেনার জন্য নেয় অর্থ

পেট্রোল ফুরিয়ে গেছে শ্রীলঙ্কায় কেনার জন্য নেয় অর্থ

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সোমবার ঘোষণা করেছেন যে অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দেশটিতে পেট্রোল ফুরিয়ে গেছে।

দেশটি একটি রাজনৈতিক সংকটের সাথে লড়াই করার কারণে উচ্চ মূল্যস্ফীতি সহ জ্বালানী ও খাদ্য ঘাটতিতে আক্রান্ত হয়েছে।বিক্রমাসিংহে সতর্ক করেছেন “আগামী কয়েক মাস আমাদের জীবনের সবচেয়ে কঠিন মাস হবে”।

দুই বছর আগে মহামারী শুরু হওয়ার পর  বিশ্বব্যাপী লকডাউনের কারণে বিদেশী রেমিট্যান্স কমে যাওয়া এবং পর্যটকরা দ্বীপে আসা বন্ধ করে দেওয়ায় দেশটি অর্থনৈতিকভাবে লড়াই করছে।

গত এক বছরে দেশটি ওষুধের ঘাটতির পাশাপাশি বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে । এক প্রতিবেদনে বলা হয়েছে যে দেশে প্রয়োজনীয় ওষুধ ফুরিয়ে গেলেও তেল আমদানিতে অর্থায়নের জন্য সরকারের কাছে পর্যাপ্ত অর্থ নেই।

বিশাল বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর, বিক্রমাসিংহে ষষ্ঠবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ।

গত সপ্তাহে চারজন মন্ত্রী শপথ নেওয়ার পরও দেশে গুরুত্বপূর্ণভাবে একজন অর্থমন্ত্রী নেই।

যাইহোক, রাস্তায় সৈন্যদের টহল দিয়ে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে কাজ করছে বর্তমান সরকার ।

author avatar
Editor Online
Exit mobile version