Site icon Mohona TV

ঝিনাইদহের কালীগঞ্জে বাওড়ে মারা গেছে প্রায় ২ কোটি টাকার মাছ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাজদিয়া বাওড়ে মারা গেছে প্রায় ২ কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাছ। অক্সিজেন সংকটে মাছগুলো মারা গেছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা।

শনিবার ভোরে ঝড়ের পর মাছগুলো মরতে শুরু করে। এরপর রোববার মাছ মরার সংখ্যা ব্যাপক আকার ধারণ করে। ছোট-বড় মিলে প্রায় ৩ হাজার মণ মাছ মারা গেছে।

এলাকাবাসী জানায়, ১৪৪৪ বিঘার কালীগঞ্জ উপজেলার মাজদিয়া বাওড়টি। শনিবার কালবৈশাখী ঝড়ে বাওড়ের পানির স্রোত একদিকে চলে যায়। এতে মাছ ফিরে আসার সময় কাঁদার মধ্যে চলে যায়। এরপর অল্প অল্প মাছ মরতে শুরু করে। মরা মাছগুলো ভেসে তীরে আসে। রোববার সকালে বাওড়ের দুই পাশে হাজার হাজার মণ মাছ মরে ভেসে আসে।

কালীাগঞ্জ উপজেলা মৎস্য অফিসের সিনিয়র মৎস্য কর্মকর্তা হাজাস সাজ্জাদ জানান, তিনি এ খবর শুনে বাওড় পরিদর্শন করেছেন। অক্সিজেন সংকটের কারণে বিপুল পরিমাণ মাছ মারা গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

 

author avatar
Editor Online
Exit mobile version