Site icon Mohona TV

উপজেলায় ৩ ক্যাটাগরিতে সেরা শ্রীপুরের আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ!

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ ৩টি ক্যাটাগরিতে উপজেলার সেরার স্থান অর্জন করেছে গাজীপুরের অন্যতম বিদ্যাপীঠ আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ।

রোববার (২২ মে) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমীন সাক্ষরিত পত্রের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে কলেজ পর্যায়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান” নির্বাচিত হয়েছেন আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম,সেরা শিক্ষক একই কলেজের আই.সিটি প্রভাষক মোহাম্মদ হাবিবুর রহমান ও শ্রেষ্ঠ শিক্ষার্থী একই কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী নুসরাত জাহান সুপ্তি।

জানা যায়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে শিক্ষা মন্ত্রণালয় সারা দেশে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উদযাপন কমিটির বিচার বিবেচনায় এ ফলাফল ঘোষণা করে। যেখানে শ্রেনি কার্যক্রম, সামাজিক কার্যক্রম, শিক্ষার্থীদের গাইডলাইন, বিভিন্ন বিষয়ে ট্রেনিংয়ের ফলাফল, আইসিটি বিষয়ে দক্ষতা ইত্যাদি পর্যালোচনা করা হয়। যেখানে শ্রেষ্ঠ শিক্ষক ও অধ্যক্ষসহ মোট ১২ টি বিষয়ে বিবেচনায় নির্বাচিত হন।

সেরা শিক্ষক নির্বাচিত হয়ে আই.সিটি প্রভাষক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, জ্ঞানের চর্চার শেষ নেই। সেখানেই প্রাপ্তি যখন কিছু নতুন জ্ঞানের বিকাশ অব্যাহত থাকে। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সেরা অধ্যক্ষের পুরষ্কার পেয়ে আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম বলেন, এ অর্জন আমার কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের। কেননা, সকলের সম্মিলিত চেষ্টায় আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ এগিয়ে যাবে জ্ঞানের সন্ধানে। তৈরি হবে লাখো লাখো সত্যের প্রতীক।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমীন মোহনা টেলিভিশন অনলাইনকে বলেন, শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির যাচাই-বাছাই শেষে এ ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে সেরাদের জন্য শুভকামনা। ভবিষ্যতেও এটি অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

author avatar
Editor Online
Exit mobile version