Site icon Mohona TV

সাবেক ওসি প্রদীপের স্ত্রী চুমকির আত্মসমর্পণ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় কক্সবাজারে চাঞ্চল্যকর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি আদালতে আত্মসমর্পণ করেছেন।

আজ চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

 

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ বলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে আদালতে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। নতুনভাবে আর কোনও সাক্ষ্যগ্রহণ করা হবে না। আদালতে সর্বশেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এসময় প্রদীপ কুমার দাশও উপস্থিত ছিলেন।

author avatar
Editor Online
Exit mobile version