Site icon Mohona TV

ব্রাজিলে রিও ডি জেনেরিওতে পুলিশ ও মাদক পাচারকারীদের মধ্যে বন্দুকযুদ্ধে ২৫ জন নিহত

ছবি : বিবিসি

ব্রাজিলে রিও ডি জেনেরিওতে পুলিশ ও মাদক পাচারকারীদের মধ্যে বন্দুকযুদ্ধে অন্তত ২৫ জন নিহত হয়েছে। মাদক পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সাকারেসিনো এলাকার ফাভেলায় মাদক পাচারকারীরা তাদের কাজে শিশুদের নিয়োগ দিচ্ছে—এমন খবর পেয়ে সাদা পোশাকধারী পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ ২৫ জন নিহত হন। 

রিও ডি জেনেরিও হচ্ছে ব্রাজিলের সবচেয়ে সহিংস এলাকাগুলোর মধ্যে একটি। এর বিশাল এলাকা অপরাধী চক্রগুলোর নিয়ন্ত্রণে, যাদের সঙ্গে প্রভাবশালী মাদক চক্রের যোগসূত্র রয়েছে।

অপরাধী আটকের অভিযানের সময় অনেক ক্ষেত্রেই বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে শক্তিপ্রয়োগের অভিযোগ উঠে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। গত বছরের জুন মাসে ব্রাজিলের একটি আদালত খুব জরুরি না হলে করোনাভাইরাস মহামারির সময় রিও ডি জেনেরিওর দরিদ্র শহরতলীতে পুলিশি অভিযানের ওপর কড়াকড়ি আরোপ করে।

author avatar
Editor Online
Exit mobile version