Site icon Mohona TV

বাইডেন এশিয়া ত্যাগ করার কয়েক ঘণ্টা পরই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ছবি : বিবিসি

পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এশিয়া ছেড়ে যাওয়ার  এক ঘন্টার মাথাই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে ।

উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৫ দিনের সফরে দক্ষিণ কোরিয়া ও জাপান সফর শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাওয়ার ১ ঘন্টার মাথাই পিয়ংইয়ং কর্তৃপক্ষ একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ।

উত্তর কোরিয়া চলতি বছরের শুরু থেকেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে আসছে। জাপান নিশ্চিত করেছে যে বুধবার কমপক্ষে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তবে আরও হতে পারে বলে তাদের ধারণা ।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রী নোবুও কিশি বলেন, প্রথম ক্ষেপণাস্ত্রটি প্রায় ৫৫০ কিলোমিটার উচ্চতায় প্রায় ৩০০ কিলোমিটার দূড় পর্যন্ত উড়েছিল, আর দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ৫০ কিলোমিটারের মতো উচ্চতায় পৌঁছেছিল, এবং ৭৫০ কিলোমিটার পর্যন্ত দূরে গিয়ে আঘাত হানে ।

নোবু্ও কিশি আরও বলেন ক্ষেপণাস্ত্রগুলোর নিক্ষেপ জাপান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ এবং অসহনীয় এক যুদ্ধের বার্তা ।

 

author avatar
Editor Online
Exit mobile version