Site icon Mohona TV

সেনবাগের ৩ ইউপি নির্বাচনে আচরণ বিধি প্রতিপালনে মতবিনিময় সভা

নোয়াখালীর সেনবাগে শেষধাপের তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণ বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম (পিপিএম), সিনিয়র জেলা নির্বাচন অফিসার মেজবাহ উদ্দিন।

এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি,রিটার্নিং অফিসার মো: সাইফুল ইসলাম, সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী সহ প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীবৃন্দ।

পুলিশ সুপার শহীদুল ইসলাম (পিপিএম) মোহনাটেলিভিশন কে বলেন,১৫ই জুন সেনবাগ উপজেলার কেশারপাড়, মোহাম্মদপুর ও অর্জুনতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনটি নিরপেক্ষ ও সুষ্ঠ ভাবে সম্পন্ন করবে। নির্বাচনে প্রার্থীদের মিছিল, শোডাউন, নির্বাচনী ক্যাম্প, অফিস স্থাপন, যানবাহন ব্যবহার, উস্কানিমূলক বক্তব্য, বিবৃতি দান, উচ্ছৃঙ্খল আচরণ, বিস্কোরক দ্রব্য, মাইক্রোফোন ব্যবহার, বিধিনিষেধ সংক্রান্ত বক্তব্য তুলে ধরে আরো বলেন, কেন্দ্রের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্হানে থাকবে। শান্তি পূর্ণ নির্বাচন সম্পন্ন করতে জেলা প্রশাসন, নির্বাচন কমিশন,উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী ও গোয়েন্দা সংস্হা গুলো এখন থেকে দায়িত্ব পালন করছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম জানান,তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৪ জন, সংরক্ষিত আসনে ৩৩ জন, সাধারণ আসনে ১২৯ জন সহ মোট ১৮৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পরে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান উপজেলা চত্বরে একটি গাছের চারা রোপন করেন।

author avatar
Editor Online
Exit mobile version