Site icon Mohona TV

ভারতের গোয়া থেকে গ্রেপ্তার হয়েছেন রোদ্দুর রায়।

রোদ্দুর রায়

ভারতের গোয়া থেকে গ্রেপ্তার হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া রোদ্দুর রায়।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। কারণ হিসেবে জানা যায়, সম্প্রতি ফেসবুক লাইভে এসে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটূক্তি করেছিলেন তিনি।

ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম থেকে জানা যায়,  পুলিশ গ্রেপ্তার করার পর ট্রানজিট রিমান্ডে গোয়ার একটি আদালতে তোলা হবে তাকে। তারপর তাকে নিয়ে আসা হবে কলকাতায়।

আরও জানা যায়, গায়ক রূপঙ্কর এবং প্রয়াত কেকে-কে নিয়ে রোদ্দূর সম্প্রতি একটি ফেসবুক লাইভ করেন। সেখানে তিনি রূপঙ্করের পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন।

এ ছাড়া কটূক্তি করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমসহ কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্যের পুলিশ-প্রশাসন সম্পর্কেও। ওই ফেসবুক লাইভের বক্তব্য নিয়েই তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয় গত শনিবার।

author avatar
Editor Online
Exit mobile version