Site icon Mohona TV

হাওরে ঘুরতে গিয়ে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে হাওরে ঘুরতে গিয়ে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ ছাত্রলীগ নেতা হাবিবুল্লাহ হাবিবের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৩৬ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৬ জুন) করিমগঞ্জ উপজেলার সূতারপাড়া ও নিকলী উপজেলার ভরাটির সীমান্তবর্তী এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আবুজর গিফারী এর সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৪ জুন) বন্ধুদের সঙ্গে হাওরে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. হাবিবুল্লাহ হাবিব (২৮)। তিনি সদর উপজেলা মারিয়া গ্রামের হাজী ইদ্রিস আলীর ছেলে এবং শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের স্নাতক শিক্ষার্থী।

স্বজনরা জানান, মঙ্গলবার সকালে বন্ধুদের সঙ্গে হাওরের অলওয়েদার সড়কে ঘুরতে যান হাবিব। ভ্রমণ শেষে এদিন সন্ধ্যায় ইঞ্জিনচালিত ট্রলারে করে করিমগঞ্জ উপজেলার বালিখলা ঘাটে ফেরার পথে সুতাপাড়া এলাকায় ধনু নদীতে পড়ে নিখোঁজ হন হাবিব।

ঘটনার পর থেকে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে আজ সকালে ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ধনু নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

 

author avatar
Editor Online
Exit mobile version